চিকিৎসা নিতে কাল লন্ডন যাচ্ছেন এবাদত

সংগৃহীত ছবি

চিকিৎসা নিতে কাল লন্ডন যাচ্ছেন এবাদত

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। সুস্থ হয়ে তার এশিয়া কাপে খেলার কথা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি এই ২৯ বছর বয়সী পেসারের। যে কারণে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

 

তবে এবাদতকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দলে চায় টিম বিসিবি। তাকে সুস্থ করতে তাই বোর্ডের মেডিকেল বিভাগ সম্ভাব্য সেরা এবং নিরাপদ পদক্ষেপ নিতে চায়। তাই হাঁটুর চিকিৎসা করাতে আগামীকাল লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন। তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান হিসেবে নতুন যোগ দেওয়া ফিজিও কিয়েরন থমাস।

 

হাঁটুতে চোট নিয়েও এশিয়া কাপের ক্যাম্পের শুরু থেকেই ছিলেন ডানহাতি এ পেসার। তবে ক’দিন পরই হাঁটুতে সমস্যা অনুধাবন করায় ২১ আগস্ট এমআরআই করানো হয়। রিপোর্ট হাতে পেয়ে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেন নির্বাচকরা। বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তবে বিসিবির চিকিৎসক ও ফিজিওরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।