যমুনার পানি বাড়ায় ভাঙন বাড়ছে

যমুনার পানি বাড়ায় ভাঙন বাড়ছে

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে নদী তীরবর্তী এলাকায় যেমন ভাঙন দেখা দিয়েছে তেমনি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দফায় দফায় পানি বাড়ায় আবাদি জমি প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছে চরের কৃষকরা।

শনিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৬১ মিটার।

২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১২.৯০ মিটার)।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, কয়েকদিন আগে পানি কমায় কৃষকরা আবাদের প্রস্তুতি নিচ্ছিল। ফের পানি বাড়ায় কৃষকরা বিপাকে পড়েছে। এছাড়া পানি বাড়ায় চরাঞ্চলের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

আরকান্দি গ্রামের মকবুল হোসেন জানান, পানি বাড়ায় খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দি গ্রামের অনেক বসতবাড়ি তলিয়ে গেছে। এসব বাড়িঘরের মানুষ চৌকি উঁচু করে বসবাস করছে। এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ নিচু গ্রামগুলো বন্যার পানিতে ভাসছে। অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

চৌহালীর বাসিন্দা হাসান মাহমুদ জানান, পানি বাড়ায় চৌহালীর ভূতের মোড় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন ভাঙনে বসতভিটা ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও যমুনার পানি বাড়ছে। আগামী তিনদিন পানি বাড়বে, বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে এবারও ভারী কোনো বন্যার আশঙ্কা নেই। ভাঙ্গন এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙ্গনরোধের চেষ্টা করা হচ্ছে।

news24bd.tvতৌহিদ