সিনেমার শুরুতে জাতীয় সংগীত না থাকায় ঘাতক দালাল নির্মূল কমিটির ক্ষোভ

সিনেমার শুরুতে জাতীয় সংগীত না থাকায় ঘাতক দালাল নির্মূল কমিটির ক্ষোভ

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের সিনেমার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন না করায় তীব্র ক্ষোভ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঢাকার উত্তরা শাখা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এ ক্ষোভ জানায় সংগঠনটি। এতে বলা হয়, উত্তরার একমাত্র সিনেমা হল ম্যাজিক মুভি থিয়েটারে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র '১৯৭১ সেই সব দিন' প্রদর্শনের পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়নি।

এর ফলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উত্তরা শাখা।

একইসাথে সিনেমা হলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবিও জানিয়েছে তারা।

news24bd.tv/FA