‘নানা প্রতিকূলতার মধ্যেও নৌ পুলিশের কাজ অত্যন্ত প্রশংসনীয়’

সংগৃহীত ছবি

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব 

‘নানা প্রতিকূলতার মধ্যেও নৌ পুলিশের কাজ অত্যন্ত প্রশংসনীয়’

অনলাইন ডেস্ক

নৌ পথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নৌ পুলিশ যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  নৌ পথের নিরাপত্তা ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কাজের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং নৌ পুলিশের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নৌ পুলিশ হেডকোয়াটার্সের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমান অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং নৌপথে যেকোন প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভায় এসময় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, নৌ পুলিশের ১১ টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারি পুলিশ সুপারবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
news24bd.tv/AA