তেঁতুলিয়ায় কোরআনের প্রতিভা প্রতিযোগিতা 

তেঁতুলিয়ায় কোরআনের প্রতিভা প্রতিযোগিতা 

"কোরআনের সুরে আলোকিত হোক সমাজ" এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেতুলিয়ায় কোরআনের প্রতিভা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গিতালগছ উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হানি ট্রডার্স এই প্রতিযোগিতার আয়োজন করে। কোরআনের এই  প্রতিভা প্রতিযোগিতায় ১০ টি মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা কোরআনের বিভিন্ন আয়াত, হাম—নাত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে নিজেদের  প্রতিভা তুলে ধরেন।

মনিরুজ্জামান প্রত্যাশার সঞ্চালনায় দিনব্যাপী কোরআনের প্রতিভা অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইসলামিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, শিক্ষক, খতিব, পেশ ইমাম, মুহতামিমবৃন্দ! বিকেলে ফলাফল ঘোষণার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঝিপাড়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক জাহেদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন নূর আলা নূর কামিল মাদ্রাসার  শিক্ষক, ভজনপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।

অনুষ্ঠানটি কো স্পন্সর করেন প্রত্যাশা মটরস! মেসার্স হানী ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহরিয়ার নাজিম বলেন, আমরা কতিপয় বন্ধু মিলে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করেছি।

ভবিষ্যতে আরও বড় করে আয়োজন করব ইনশাল্লাহ।
 

এই রকম আরও টপিক