‘এক ভদ্রলোকের কথায় পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক’

‘এক ভদ্রলোকের কথায় পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক’

অনলাইন প্রতিবেদক

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক ভদ্রলোকের কথায় পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো বিশ্বব্যাংক।

শেখ হাসিনা বলেন, এক ভদ্রলোক। বিশ্বজুড়ে নাম হয়েছে তার। কিন্তু সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবেন না বয়সের জন্য- সেটা বলার কারণে বিশ্বব্যাংক থেকে পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ দেয়া হয় তার কথায়।

সেদিন বলেছিলাম নিজের অর্থে পদ্মাসেতু তৈরি করবো। ইনশাল্লাহ আমরা তা করে দেখিয়েছি। জাতীর পিতা বলে গেছেন এ জাতীকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই বাঙালীকে কেউ দাবায় রাখতে পারবেও না - যোগ করেন প্রধানমন্ত্রী।

এসময় বাঙালী জাতীর স্বাধীনতা নিয়ে যাতে কেউ ছিনিমিনি না খেলতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রেলের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা ব্রডগেজ ও ডুয়েলগেজ রেললাইন তৈরি করে দিচ্ছি। যাতে পণ্য ও যাত্রী পরিবহনে রেল আরও সক্ষমতা অর্জন করে। আশা করি মাত্র তিন চার বছরের মধ্যেই সারাদেশে রেল যোগাযোগ আরও ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

news24bd.tv/FA