ঋণখেলাপির বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারবে বাংলাদেশ ব্যাংক

প্রতীকী ছবি

ঋণখেলাপির বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ইচ্ছাকৃত ঋণখেলাপি হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি তার বা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ঋণ খেলাপি হলে তিনি বিদেশ যেতে পারবে না এবং পরবর্তীতে ব্যবসা করতে পারবে না। তবে তাকে দুই মাস সময় দেয়া হবে।

এর মধ্যে ঋণ ফেরত না দিলে মামলা হবে তার বিরুদ্ধে।

সচিব বলেন, এদিন গ্রাম আদালত সংশোধন আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে ৩ লাখ টাকার মামলাগুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হবে। আগে ছিল ৭৫ হাজার পর্যন্ত।

নাটোর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার অনুমোদন হয়েছে মন্ত্রিসভায়। সচিব জানান, নাটোরের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়।

news24bd.tv/FA