আরও কমলো সয়াবিনের দাম, তবে..

ফাইল ছবি

আরও কমলো সয়াবিনের দাম, তবে..

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমছেই। সোমবার (২৩ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে।

ফলে বিশ্ববাজারে তেলবীজটির সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা জেগেছে। এ প্রেক্ষাপটে পণ্যটি মূল্য হারিয়েছে।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ০৪ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৩ ডলার ০১ সেন্টে।

আগের কর্মদিবসে তা ছিল ১৩ ডলার ০৪ সেন্ট।  

গত শুক্রবার প্রকাশিত এক উপাত্তে দেখা যায়, বিদায়ী সেপ্টেম্বরে ব্রাজিল থেকে বিশ্বের বৃহৎ ভোক্তা চীনের তেলবীজ আমদানি ব্যাপক বেড়েছে। ১ বছর আগের তুলনায় যা ২৩ শতাংশ বেশি।

দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম দেশ ব্রাজিলে চলতি বছর রেকর্ড সয়াবিন উৎপন্ন হয়েছে। তাতে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন ও ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির দরপতন ঘটেছে। ফলে দেশটি থেকে আমদানির পরিমাণও বাড়িয়েছে চীন।

এর আগে সোমবার প্রকাশিত শিল্প তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বরে বিশ্বের আরেক বৃহৎ রপ্তানিকারক যুক্তরাষ্ট্রে রেকর্ড সয়াবিন চূর্ণ হয়েছে। তবে মাসিক ভিত্তিতে বিগত ৯ বছরের মধ্যে মজুত হ্রাস পেয়েছে।  

তাতে স্পষ্ট হয়, দেশটিতে তেলবীজটির চাহিদা ব্যাপক রয়েছে। স্বভাবতই সেখান থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ হ্রাসের আশঙ্কা জেগেছিল। ফলে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই আশঙ্কাও দূর হয়েছে।

news24bd.tv/A