চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

সংগৃহীত ছবি

চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিগঞ্জে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে পেট্রল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে হেলপারসহ দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ বুধবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে কালিগঞ্জ থানার উলুখোলা এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নিউ টাউন এলাকায় অবস্থিত একটি কোম্পানির ট্রান্সপোর্ট মেকানিক বিপ্রজিৎ বাওয়ালী (২০) ও একই কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার মো. আনোয়ার হোসেন (৪৮)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুষ্কৃতিকারীরা কাভার্ডভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করেছে। এতে গাড়িতে থাকা দুজন দগ্ধ হয়েছেন। ওই এলাকায় থাকা পুলিশের টহল টিম তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাটিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, বিপ্রজিতের বাম হাতের পুরোটা, বাম পায়ের কিছু অংশ এবং মুখমণ্ডলের বামপাশ দগ্ধ হয়েছে। আর আনোয়ারের ডান হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের দুজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

news24bd.tv/SHS