জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি ১৯ নভেম্বর

সংগৃহীত ছবি

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি ১৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়ে রাজনৈতিক কর্মসূচি স্থগিত ও আদালত অবমাননার মামলার শুনানির জন্য ১৯শে নভেম্বর ধার্য করেছে আপিল বিভাগ।

রোববার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলটির পক্ষ থেকে করা দুটি আবেদনের মধ্যে লিভ টু আপিল অকার্যকর ঘোষণা করে আদালত। তবে একই রায়ের বিরুদ্ধে করা ক্রিমিনাল আপিলের শুনানি হবে।

এদিন জামায়াতের পক্ষ থেকে আরও আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করা হলে আপিল বিভাগ এক সপ্তাহ সময় দেয়। এর আগে একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।

news24bd.tv/FA