হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক শীর্ষ নেতাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যশনাল ক্রাইম ইউনিট। বুধবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমতিয়াজ সেলিম। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন।

লেখাপড়া শেষে এক বন্ধুর মাধ্যমে ইমতিয়াজ হিযবুত তাহরীরের সাথে যুক্ত হন। ২০১০ সালে প্রথম পুলিশের হতে ধরা পড়েন তিনি। এরপর জেল থেকে বের হয়ে এক বছর অস্ট্রেলিয়াতেও কাটিয়েছেন ইমতিয়াজ। পরে মেধার মাধ্যমে জঙ্গি সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে বসেন তিনি।

মূলত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে দলের সদস্য বানানোই ছিলো তার মূল দায়িত্ব। আসল পরিচয় গোপন রাখতে ইমতিয়াজ কাজ করতেন একটি মাল্টিন্যশনাল কোম্পানির হেড অফ বিজনেস হিসেবে। গত ৩০ সেপ্টেম্বর লেবানন ভিত্তিক একটি অনলাইন প্লাটফর্ম থেকে অনুষ্ঠিত অনলাইন সম্মেলনে দ্বিতীয় বক্তা ছিলেন তিনি। তখনই পুনরায় পুলিশের নজরদারিতে আসেন ইমতিয়াজ।

news24bd.tv/ab