এশিয়া কাপ জয়ী দলকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের অভিনন্দন

সংগৃহীত ছবি

এশিয়া কাপ জয়ী দলকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের অভিনন্দন

অনলাইন ডেস্ক

যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রোববার দুবাইয়ে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশের যুবাদের পৃথক পৃথক অভিনন্দন বার্তা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে।

গতকাল দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ওয়ানডে জিতেছে বাংলাদেশের নারীরাও।

দুই জয়কে সামনে রেখে অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিজয়ের মাসে জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয় নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এবারের বিজয় মাসটি যেন শুধুই ক্রিকেটের। শুধুই বিজয়ের, উদযাপনের। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আমি উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ’

বাফুফে সংক্ষিপ্ত এক অভিনন্দন বার্তায় জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। ’ অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছে বাফুফে, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে। ’

news24bd.tv/SHS