সাবেক প্রধান বিচারপতিদের নিয়ে বৃক্ষরোপণ 

সাবেক প্রধান বিচারপতিদের নিয়ে বৃক্ষরোপণ 

নিজস্ব প্রতিবেদক

১৯ নং হেয়ার রোডের ‘শ্বেতশুভ্র বাড়ি’টি বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন। আজ রোববার বিকেলে এ বাড়িটি সাক্ষী হলো ঐতিহাসিক এক মুহূর্তের। বর্তমানে এ বাড়িতে বসবাস করেন বাংলাদেশের ২৪ তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।  

তিনি আজ একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

এ বাড়িতে যেসব সাবেক প্রধান বিচারপতি বসবাস করতেন তাদের নিয়ে তিনি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপস্থিত সাবেক বিচারপতিরা হলেন- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. তফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রত্যেকে বিভিন্ন প্রজাতির একটি করে আম গাছ রোপণ করেন।

এর আগে ঐতিহাসিক এই বাড়ির সম্মুখভাবে ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় রচিত দুটি প্রস্তরফলক উন্মোচন করা হয়।

পরে তারা এক ফ্রেমে ক্যামেরাবন্দী হন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি, বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বারের সভাপতি, ড. কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ একাধিক প্রবীণ আইনজীবী। বাংলাদেশের প্রধান বিচারপতির এই অনন্য উদ্যোগের জন্য সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর