বিপদ-দুর্ঘটনার সময় যা করবেন

প্রতীকী ছবি

বিপদ-দুর্ঘটনার সময় যা করবেন

অনলাইন ডেস্ক

বিপদ-দুর্ঘটনা মানুষের নিত্যসঙ্গী না হলেও অনেকটা ছায়ার মতো। যেন আশপাশেই কোথাও অবস্থান করছে, যেকোনো সময় হয়তো এসে পড়বে। মানুষ নিশ্চিত করে কখনো বলতে পারে না কখন সে কোন বিপদের মুখোমুখি হবে। হয়তো কয়েক মিনিট আগেই সে হাসিখুশি সময় কাটিয়েছে কিন্তু পরক্ষণেই কোনো বিপদে পড়ে সব খুশি আনন্দ মাটিতে মিশে যায়।

 

হাসিখুশি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে যাওয়ার পথে আবার অনেক সময় কর্মস্থল থেকে পরিবারের কাছে ফেরার পথেও দুর্ঘটনার কবলে পড়তে হয়। সবধরনের বিপদ-আপদ, দুর্ঘটনাই মানুষকে কষ্ট দেয়, বিচলিত অস্থির করে তোলে। এটাই মানুষের স্বভাবের স্বাভাবিকতা।
 

দোয়া পড়া 

তবে প্রচণ্ড বিপদের সময় অস্থির না হয়ে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে ইসলামে।

এ সময় চাইলে একটি দোয়া পড়া যেতে পারে। এতে অস্থিরতা ও বিপদ কেটে যাওয়ার বা কমার সম্ভবনা রয়েছে। দোয়াটি হলো-

‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাজু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম। ’ 

অর্থ :  অতি সহনশীল মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মহান আরশের প্রভু আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আকাশ ও জমিনের প্রভু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা উপাস্য নেই এবং তিনি সম্মানিত আরশের প্রভু। (বুখারি, হাদিস, ৬৩৪৫)

বিপদ ও মুসিবত যত ছোটই হোক বা যত বড়ই হোক সব সময় এই দোয়াটিও পড়া যেতে পারে। দোয়াটি হলো- اِنَّالِلَّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ – اَللّهُمَّ اَجِرْنِىْ فِىْ مُصِيْبَتِىْ وَاخْلُفْ لِىْ خَيْرًا مِّنْهَا 

উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন; আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। (মুসলিম)

ধৈর্যধারণ করা 

এছাড়া বিপদের সময় ধৈর্য ধারণ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তায়ালা বিপদ দিয়ে পরীক্ষা করেন। আর যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য কোরআনে সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তায়াল বলেছেন, 

 وَ لَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۵

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতির মাধ্যমে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর। (সূরা বাকারা, আয়াত, ১৫৫) 

নামাজ পড়া

বিপদের সময় আরেকটু করণীয় হলো নফল নামাজ বা সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করা। নামাজ পড়ে বিপদ আপদ থেকে ক্ষমা প্রার্থনা করা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত।

news24bd.tv/DHL