হরিণের মাংসসহ শিকারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

হরিণের মাংসসহ শিকারি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল থেকে সুন্দরবন থেকে শিকার করে আনা একটি মাথাসহ সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে স্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা থেকে হরিণের মাংসসহ চোরা শিকারী শফিকুল শেখকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের হাসান আলীর ছেলে।

আরও পড়ুন:  ধূমপানে বুদ্ধি ও ব্রেনের আকৃতি কমে: গবেষণা

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসার সময় রোববার দিবাগত রাতে উপজেলার নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে স্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা থেকে একটি মাথাসহ সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারী শফিকুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাশিকারী জানিয়েছে সে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রি করে আসছিল।  

সোমবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে হরিণের মাংসসহ চোরা শিকারী শফিকুল শেখকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

news24bd.tv/কেআই