ইউক্রেনের কিয়েভসহ পাঁচ শহরে রুশ বিমান হামলা

ফাইল ছবি

ইউক্রেনের কিয়েভসহ পাঁচ শহরে রুশ বিমান হামলা

অনলাইন ডেস্ক

শুক্রবার(২৯ ডিসেম্বর) ভোরে ইউক্রেনের কিয়েভ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক, খারকিভ এবং লভিভ শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমান সতর্কতা জারি করা হয়। এই হামলায় বেশ কয়েকজন আহত ও দুজন নিহত হয়েছে। সূত্র: আরটি ও বিবিসি
আরটি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনব্যাপী এই হামলায় রাশিয়া এক্স-২২ টাইপ হাইপারসনিক, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানান, হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি গুদামের নীচে তিনজন চাপা পড়েছে।

সাতজন হাসপাতালে ভর্তি। বিমান হামলার সময় আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত মেট্রো স্টেশনটিও ক্ষতিগ্রস্থ।
খারকিভের মেয়র ইগোর তেরেখভ জানান, শহরটিতে ক্রমাগত হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে, এবং একটি হাসপাতাল ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়ারমাক বলেন, আমরা আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সবকিছু করছি।
আমাদের আরও সমর্থন পাওয়া দরকার এই রকম হামলা ঠেকাতে।
news24bd.tv/ডিডি