এ কারণেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে: চিফ হুইপ

এ কারণেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে: চিফ হুইপ

বেলাল রিজভী, মাদারীপুর

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা ছিল, ৭৫ এ বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল, খুনের সাথে যে বিদেশি শক্তি জড়িত ছিল, ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সাথে যারা জড়িত ছিল, যুদ্ধাপরাধীদের পরিবার, বঙ্গবন্ধুকে হত্যাকারীদের পরিবার, খুনি তারেক জিয়াসহ সকলে এক হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় আসতে না পারে। এ কারণেই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা যারা আধুনিক বাংলাদেশ চাই তাদের দায়িত্ব এই ষড়যন্ত্র মোকাবিলা করে ৭ তারিখে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করা। ’

রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আপনারা ১৯৯৬ সালে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিলেন। ওই সময়ই দেশের মানুষ বুঝতে পেরেছেন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে, উন্নয়ন হতে পারে। ওই সময় থেকেই আমরা শিবচরের উন্নয়নের কাজ শুরু করেছিলাম। সেই সময়ে সাড়ে তিনশ'র মতো ব্রিজ-কালভার্ট করেছিলাম।

স্কুল-কলেজ-মসজিদ করেছি। এই উন্নয়নের ধারা শুরু হয়েছিল। তবে ২০০১ সালে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় আসল তখন মানুষ কী পেয়েছে? তখন মানুষ পেয়েছে সন্ত্রাস!’

তিনি আরও বলেন, ‘আপনারা তিনবার ধারাবাহিকভাবে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করার কারণে আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আজকে আমাদের পদ্মা ব্রিজ হয়েছে। আজকে শিবচরের মানুষ রেলে চড়ে ঢাকা, খুলনা, রাজশাহী যেতে পারছে। শিবচরে আরও উন্নয়ন হবে। আমরা এমন ভাবে শিবচরকে উন্নয়ন করতেছি যাতে করে আমাদের ছেলে-মেয়েরা শিবচরে বসেই আন্তর্জাতিকমানের লেখাপড়া করতে পারবে। চিকিৎসার জন্য ঢাকাসহ যাতে নানা জায়গায় যেতে না হয়, শিবচরে বসেই যাতে আন্তর্জাতিক মানের চিকিৎসা পায় সেটাই আমাদের লক্ষ্য এবং আমরা তা নিয়েই কাজ করছি। ’

বিএনপির সমালোচনা করে চিফ হুইপ বলেন, ‘বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল রাজাকারের সন্তান! রাজাকারের সন্তান সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার! একজন রাজাকারের সন্তান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পদত্যাগ চাইবে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তাই আগামী ভোটে ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে। তবে আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে ভোট দেবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লাসহ শিরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক