রাজধানীতে ৭ সেনাবহর

রাজধানীতে ৭ সেনাবহর

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা ফেরাতে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। বুধবার (৩ জানুয়ারি) বনানী ক্যান্টনমেন্ট থেকে ৫টি ও জিয়া কলোনি গেট থেকে বের হয়েছে ২টি সেনাবহর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, দেশের ৬২টি জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে। বাকী দুটি দুর্গম জেলায় হেলিকপ্টারযোগে সহায়তা দেবে সেনারা।

আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

news24bd.tv/FA