গাজায় জাতিগত নিধনের ইসরায়েলি প্রস্তাব নাকচ
যুক্তরাষ্ট্রের

আমেরিকা, ফিলিস্তিন, ইসরায়েল

গাজায় জাতিগত নিধনের ইসরায়েলি প্রস্তাব নাকচ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজা উপত্যকায় জাতিগত নিধনের বিপক্ষে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েল গাজায় যে জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা আমরা সমর্থন করছি না।

এর আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতামার বেন জিভির গাজার মানুষদের বিতাড়িত করার কৌশলকে সমর্থন জানিয়েছিলেন।

তাদের এমন সমর্থনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, 'আমরা কোনোভাবেই ইসরায়েলের এমন পরিকল্পনাকে সমর্থন করি না।

গাজা ফিলিস্তিনের অংশ এবং তা ফিলিস্তিনিদের থাকার জায়গা। কিন্তু হামাসের মতো জঙ্গি সংগঠন গাজার মাটিতে বসে ইসরায়েলকে হুমকি দিতে পারে না। এর পাশাপাশি ইসরায়েলের প্রটি আহ্বান জানাচ্ছি যেন তাদের এমন ভয়ঙ্কর মনোভাব থেকে সরে আসে। ' 

এর আগে ইসরায়েল সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মিলারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি পোস্ট দেওয়া হয়।

সেখানে জানানো হয়, 'আমরা যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান রেখে জানাতে চাচ্ছি, ইসরায়েল এবং ইসরায়েলিদের জন্য যে পথ মঙ্গলজনক আমরা সেই পথেই হাঁটবো। '

news24bd.tv/SC