দ্রুত ভোটকেন্দ্রে আসার আহ্বান নৌকার প্রার্থীর

জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

জামালপুর-৫ আসন

দ্রুত ভোটকেন্দ্রে আসার আহ্বান নৌকার প্রার্থীর

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভোটের বর্তমান অবস্থা তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দময় পরিবেশে জামালপুর-৫ (সদর) আসনে চলছে ভোট গ্রহণ।

এছাড়া তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, যারা এখনো ভোট দেননি। তারা দ্রুত ভোট কেন্দ্রে আসুন।

আপনার মূলবান ভোটটি প্রদান করুন।  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এই আসনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনুসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামালপুরের মোট ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, আজ রোববার (৭ জানুয়ারি) সারাদেশে চলছে ভোটগ্রহণ। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হবে।

news24bd.tv/DHL