বিএনপির লড়াই চলমান: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির লড়াই চলমান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নানা  প্রেক্ষাপটের কারণে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হয়।

বিএনপির লড়াই চলমান: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির লড়াই চলমান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নানা  প্রেক্ষাপটের কারণে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হয়। ফলে সরকার বদলের শান্তিপূর্ণ আন্দোলন করতে হচ্ছে।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছে, শতকরা মাত্র ৭-৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে, বাকী ৯৪ শতাংশ মানুষ এ সরকারকে না চাইলেও তারা সংসদে বসছে।

ভোটের নামে ৭-৮ শতাংশ শ্রমজীবী মানুষকে জোর করে ভয় দেখিয়ে কেন্দ্রে নিয়েছে সরকারী দল।

আরও পড়ুন: এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, এই নির্বাচন নিয়ে সরকার নিজের ফাঁদে নিজে পড়েছে। মানুষকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন, না হয় ক্ষোভ বিস্ফোরিত হবে। সারাদেশের জনগণের তিরস্কারেরর মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ সংসদের অধিবেশন, এ সংসদের কারোর লজ্জা নেই।

এ সময় ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে সরকারি দলের মদদে তাদের লোকেরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

news24bd.tv/ab