ব্যাংককে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মিয়ানমার জান্তা বিরোধী বিক্ষোভ 

বিক্ষোভের একাংশ--ফাইল ছবি।

ব্যাংককে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মিয়ানমার জান্তা বিরোধী বিক্ষোভ 

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সদরদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।  
বিক্ষোভে শত শত লোক অংশগ্রহণ করেছে। বিক্ষোভকারীরা জান্তা বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় ।   বিক্ষোভকারীরা জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের রক্তমাখা ছবি পদদলিত করে।

সেনাবাহিনীর হাতে নিহত একজন ছাত্রের প্রতীকী ব্যঞ্জনায় একটি নাটক মঞ্চস্থ করেন বিক্ষোভে অংশ নেয়া শিল্পী তুম তুম। তাতে দেখানো হয় সবুজ পাতার একটি ডগা আঁকড়ে ধরা ছেলেটির মাথা থেকে টপ টপ করে নকল রক্ত ঝরছে।
তিনি এএফপিকে পরণের নকল রক্তেমাখা শার্টটি দেখিয়ে বলেন, ‘আমরা এখানে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি। ’ সমর্থকরা তার নাটকটি সরাসরি প্রচার করে।
তার পেছনের একটি ব্যানারে লেখা ছিল, ‘কোনো বিরতি ছাড়াই শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের লড়াই চলবে। ’ সূত্র: ইরাবতি  ও এএফপি।  

গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের তৃতীয় বর্ষ শেষ করে নতুন বছরে পা দিয়েছে সেনা সরকার।   বিক্ষোভকারীদের হাতে ছিল অং সান সুচির ব্যানার।  

news24bd.tv/ ডিডি