দুই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে শামীম ওসমান

সংগৃহীত ছবি

দুই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে শামীম ওসমান

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তিনি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

রেলপথ মন্ত্রণালয়ে তার কমিটির সভাপতি হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন-মন্ত্রী/প্রতিমন্ত্রী, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এইচএম ইব্রাহীম। এই কমিটির সদস্যরা হলেন- শামীম ওসমান, শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস এম ব্রহানী সুলতান মামুদ, আসাদুজ্জামান ও মো. আবদুল্লাহ।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক