কলা-কূটনীতি: রাশিয়াকে কলা দিল ভারত

ভারতে উৎপাদিত কলা। ছবি: এক্স থেকে নেওয়া

কলা-কূটনীতি: রাশিয়াকে কলা দিল ভারত

অনলাইন ডেস্ক

রাশিয়ায় কলা রপ্তানি করছে ভারত। এরইমধ্যে ভারত থেকে জাহাজে করে কলার একটি চালান রাশিয়ায় পৌঁছেছেও। ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, সেনা সরঞ্জাম নিয়ে ইকুয়েডরের সঙ্গে বিবাদের জেরে কলার জন্য ভারতের শরণাপন্ন হয়েছে রাশিয়া।  

ভারত বিশ্বের প্রথম সারির কলা উৎপাদনকারী দেশ।

চলতি মাসের শুরুতে প্রথম দফায় কলা রপ্তানির পর গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার কলা রাশিয়ায় পাঠানো হয়েছে। পরবর্তীতে কলার পাশাপাশি আম, আনারস, পেঁপে, পেয়ারার মতো ফল রাশিয়ায় রপ্তানি করা হতে পারে।  

ইকুয়েডর থেকে বিপুল পরিমাণ কলা আমদানি করত রাশিয়া। কিন্তু অস্ত্র সংক্রান্ত বিষয়ে ইকুয়েডরের ওপর ক্ষুব্ধ রাশিয়া।

কারণ, সম্প্রতি ইকুয়েডর রাশিয়ার তৈরি সামরিক হার্ডওয়ার আমেরিকার হাতে তুলে দেওয়া সংক্রান্ত চুক্তি করেছে। এর পরিবর্তে অত্যাধুনিক অস্ত্র আমেরিকা থেকে নেবে ইকুয়েডর।

আমেরিকার সঙ্গে ইকুয়েডরের ওই চুক্তির পরই দেশটির কাছ থেকে কলা না কেনার ঘোষণা দেয় রাশিয়া। এমন পরিস্থিতিতে ‘কলা-কূটনীতির’ মাধ্যমে মস্কোকে পাশে থাকার বার্তা দিল দিল্লি।  news24bd.tv/aa