রাজবাড়ী থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার 

সংগৃহীত ছবি

রাজবাড়ী থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী থেকে চার মামলার আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মো. মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার  করেছে র‍্যাব-১০। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টা ১০ মিনিটের দিকে জেলার সদর উপজেলার ছোট নুরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত মো. মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক রাজবাড়ী সদর উপজেলা ছোট নুরপুর এলাকার কোরবান আলী মোল্লার ছেলে।  

র‍্যাবের দেওয়া তথ্য মতে, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে  বেকায়দা মানিক কে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।  

র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ৪ টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/কেআই