রাস্তা নির্মাণে বালির পরিবর্তে মাটি, এমপির হস্তক্ষেপ চায় এলাকাবাসী

রাস্তা নির্মাণে বালির পরিবর্তে মাটি, এমপির হস্তক্ষেপ চায় এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের রাস্তা অর্থাৎ আমগাঁও থেকে চাঁপদা বাজারের পাশ দিয়ে নির্মাণাধীন রাস্তাটি মেরামতে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সাথে কথা বলা জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২-৩ হাজার মানুষের যাতায়াত। সারাবছর রাস্তাটি দিয়ে বিভিন্ন মোটরযান চলাচলের পাশাপাশি আবাদি মৌসুমে বিশেষ করে ধান, ভুট্টা এবং গমের সময় বাইরে থেকে ভারি ট্রাকগুলো যাতায়াত করে থাকে।

এই রাস্তাটি ১ নং, ২ নং এবং ৩ নং ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা।

দীর্ঘ এই রাস্তাটির মেরামতের কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি মেরামত করার নামে চরম দুর্নীতি এবং অনিয়ম করা হচ্ছে।

তারা বলেন, রাস্তায় বালুর বদলে মাটির ব্যবহার হচ্ছে, ইটের খোয়ার ব্যবহার না করে কর্তৃপক্ষ ইটের রাবিশ ব্যবহার করে রাস্তা মেরামত করছে।

স্থানীয়রা বলেন, তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির মেরামতের কাজে এমন দুর্নীতি এবং অনিয়ম মেনে নেওয়ার মতো নয়।

এ বিষয়ে তারা ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান এমপি মো. মাজহারুল ইসলাম সুজনের সুদৃষ্টি কামনা করেন।

এমপির কাছে দাবি জানিয়ে তারা বলেন, অতিশীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের অনিয়মের সাথে যেসব সংশ্লিষ্ট কর্মকর্তা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক এবং "আমগাঁও থেকে চাপদা" রাস্তাটি উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার মত কোন প্রকার অনিয়ম ছাড়া মেরামত করা হোক।

এ ব্যাপারে ঠিকাদারকে বার বার মুঠোফোনে কল দিলেও ঠিকাদার আলহাজ্ব আবদুল বশির কল ধরেননি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক