কোনো বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে জরিমানা দিচ্ছে না সরকার : প্রতিমন্ত্রী

ফাইল ছবি

কোনো বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে জরিমানা দিচ্ছে না সরকার : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের জরিমানা দেয়া হচ্ছে- এটি ভুল তথ্য। সরকার নিয়ম অনুযায়ীই তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার সকালে জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে এসব জানান প্রতিমন্ত্রী। দেশে বর্তমানে কোনো ধরনের ছোটো বিদ্যুৎ কেন্দ্র নেই বলেও জানান তিনি।

এসময় মুজিবুল হক সম্পূরক প্রশ্নে বলেন, এখনো সারা দিন বিদ্যুৎ থাকে না। তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে সারা দিন বিদ্যুৎ নেই। প্রতিদিন লোডশেডিং হচ্ছে। এখনো গরম আসেনি।

রেন্টাল কুইক রেন্টালে গত ১০ বছরে প্রায় ১ লাখ কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে। বসিয়ে বসিয়ে এখনো দেওয়া হচ্ছে, তাহলে বিদ্যুতের অভাব কেন? কেন লোডশেডিং?

জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘ওনার (চুন্নু) এলাকায় বিদ্যুৎ থাকে না—এটা নিয়ে আমার সন্দেহ আছে। সকল সংসদ সদস্য একবাক্যে স্বীকার করবেন, সারা দিন কোনো এলাকায় বিদ্যুৎ থাকে না, এটা ঠিক নয়। ’

উল্লেখ্য, আইএমএফের ঋণের শর্তপূরণে আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ খাতে ভর্তুকি পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্য রয়েছে সরকারের।

news24bd.tv/FA