সংরক্ষিত নারী আসনের এমপিরা শপথ নিচ্ছেন বুধবার

সংসদ ভবন

সংরক্ষিত নারী আসনের এমপিরা শপথ নিচ্ছেন বুধবার

অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  

সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল বেলা ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার গেজেট প্রকাশ করা হয়েছে।  

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে আওয়ামী লীগের দলীয় ৪৮ জনের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর জাতীয় পার্টির দুজন শপথ নেবেন। শপথ নেওয়া এমপিরা বুধবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।

তাঁদের জন্য আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক