আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিলো ইসরায়েল

আল-জাজিরার সাংবাদিক ইসমাইল আলগৌল

আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিলো ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক

সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ইসমাইল আলগৌলকে গ্রেপ্তারের ১২ ঘণ্টা পর মুক্তি দিল ইসরায়েল। সোমবার গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালানোর সময় তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়, গ্রেপ্তারের পর তাকে ব্যাপক মারধর করা হয়েছে। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসমাইল আলগৌলসহ বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এতে বলা হয়, অভিযানকালে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় সাংবাদিককে। এসময় তাকে ব্যাপক মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের ইসরায়েলি বাহিনী চ্যানেলের গাড়ি, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেয়। তবে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

সোমবার আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক চ্যানেল এক বিবৃতিতে জানায়, সেখানে তারা সাংবাদিক ইসমাইল এবং তার সঙ্গে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের তাৎক্ষণিক মুক্তি দাবি করে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও দখলদার বাহিনীর দায়িত্ব বলে উল্লেখ করে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক