পুতিনকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা

ভ্লাদিমির পুতিন

পুতিনকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা

অনলাইন ডেস্ক

ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নয়া রাষ্ট্রপতি হিসেবে তার অভিষেক হবে আগামী ৭ মে।

বৃহস্পতিবার দেশটির নির্বাচন কর্তৃপক্ষের বরাতে রাশিয়া টুডে জানায়, ক্ষমতাসীনরা নির্বাচনে ৮৭% এর বেশি ভোট পেয়েছেন। এ নিয়ে তারা পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা বৃহস্পতিবার জানান, ৭৬.২ মিলিয়নেরও বেশি রাশিয়ান পুতিনের পক্ষে ভোট দিয়েছেন। পুতিনের মোট ভোটপ্রাপ্তির হার ৮৭.২৮ শতাংশ।

পামফিলোভা জানান, পুতিন বিরোধীদের মধ্য বিশেষ করে কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিটোনভ, নিউ পিপল পার্টির ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্র্যাটদের লিওনিড স্লুটস্কি যথাক্রমে ৪.৩১%, ৩.৮৫% এবং ৩.২০% ভোট পেয়েছেন।

সরকারি তথ্যানুযায়ী, রাশিয়ার মোট জনসংখ্যা ১৬৪.২ মিলিয়ন।

এর মধ্যে ভোটার ১১২ মিলিয়ন। তবে এই পরিসংখ্যানটি সম্প্রতি ২০২২ সালে রাশিয়ায় যোগ দেয়া ইউক্রেনের চার অঞ্চল বাদে।

news24bd.tv/FA