মস্কোর শপিংমলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১২, আহত অনেকে

হামলার পর ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যা থেকে বিশাল অগ্নিকাণ্ড হয়। ছবি: রয়টার্স

মস্কোর শপিংমলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১২, আহত অনেকে

অনলাইন ডেস্ক

রাশিয়ার এক শপিংমলে পাঁচ বন্দুকধারীর গুলি এবং বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।  এ ঘটনায় আরও অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

শুক্রবার (২২ মার্চ) মস্কোর ক্রোকাস সিটি হল শপিংমলে বন্ধুকধারীদের এ হামলার ঘটনা ঘটে। ভিডিওচিত্রে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে নিহত ও আহতদের পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজে ছদ্মবেশী কয়েকজনকে গুলি চালাতে দেখা যায়।

অপরদিকে রাশিয়ান বার্তা সংস্থা টাস জানিয়েছে, অপরাধীরা মেশিনগান ব্যবহার করে থাকতে পারে।

এদিকে হামলার পর ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যা থেকে বিশাল অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ভবনটিতে কয়েক শতাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

এদিকে, মস্কোর মেয়র সার্গেই সোবানিয়া বলেন, ক্রোকাস সিটি হল শপিংমলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো কিছু মানুষ ভেতরে আটকা আছে।

অবশ্য চলতি মাসের শুরুতে রাশিয়ায় মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছিল, "চরমপন্থীদের" মস্কোতে হামলার আসন্ন পরিকল্পনা রয়েছে।

news24bd.tv/DHL