যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় নিহত ৮১

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় নিহত ৮১

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেনো থামছেই না। গত সোমবার জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের পরও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালগুলোতে ঠাঁই দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

গাজার দক্ষিণাঞ্চলের মিসর সীমান্তের রাফা এলাকা এবং গাজা সিটিতে মঙ্গলবার (২৬ মার্চ) ভয়াবহ হামলা হয়েছে।

এছাড়াও রাফার একটি বাসায় বোমার আঘাতে ৪ শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন বহু। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় নিহত হন অন্তত ৩০ জন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলি হামলা শুরু পর থেকে অন্তত ৩২ হাজার ৪১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু।

এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪টি দেশ। মোট ১৫টি দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। যদিও এর আগে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে ভেটো দিয়ে আসতো। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে।

অবশ্য ওয়াশিংটন জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিতে ব্যর্থ হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেই প্রতিনিধিদলের সফর বাতিল করার হুমকি দিয়েছিলেন। গাজায় সম্প্রসারিত মানবিক সহায়তার জন্য মার্কিন প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার বিষয়ে বিকল্পগুলো শুনতে ইসরায়েলি এই প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর করার কথা ছিল।

এদিকে জাতিসংঘের ভোটের পর প্রতিনিধিদলের সফর বাতিলে ইসরায়েলের এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র হতাশ বলে জানিয়েছে।

news24bd.tv/SC