বিদেশ নির্ভর হলে বিএনপি এসি রুমে সিনেমা দেখতো: মঈন খান

বিদেশ নির্ভর হলে বিএনপি এসি রুমে সিনেমা দেখতো: মঈন খান

অনলাইন ডেস্ক

ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগের পেছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো তাহলে সারাবছর এসি রুমে বসে সিনেমা দেখতো। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারা দেশে পদযাত্রা করেছে।

বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোনো যুক্তি নেই।

শনিবার রাজধানীর মগবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ‘আজকে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই তো সারা দুনিয়া চলে আসছে।

যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সে গণতন্ত্র নেই। ক্ষমতায় থাকতে হলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে ক্ষমতায় থাকতে হবে। বিদেশি শক্তির ওপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে বিএনপি রাজনীতি করে। ’

সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের বিগত তিনটি নির্বাচনের ইতিহাস দেখুন। দেশের ১২ কোটি ভোটার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই। ’

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক