খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেয়া হতে পারে হাসপাতালে

ফাইল ছবি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেয়া হতে পারে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হতে পারে।

রোববার (৩০ মার্চ) এসব জানান বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হাসান। তিনি খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় গিয়েছেন বলেও জনিয়েছেন।

চিকিৎসকরা জানান, শনিবার রাতে ১০টার পর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি দেখা দেয়।

এরপর তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়াকে দেখতে আসেন।

তার পরামর্শে মেডিকেল বোর্ডের সদস্যরাও খালেদা জিয়ার বাসায় আসেন। বর্তমানে তার বাসায় চিকিৎসা চলছে। রাতে নেয়া হতে পারে এভারকেয়ার হাসপাতালে।

 সেখানে তাঁর স্বাস্থ্যগত বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে।

এর আগে গত বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। হাসপাতালে নেয়ার কথা থাকলেও এদিন বাসায় থেকেই চিকিৎসা নেয়ার কথা জানায় বিএনপি।

ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইফতারের পর অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তাকে পর্যবেক্ষণ করছে।

কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।  খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক