খরুচে মোস্তাফিজ, দিল্লির ১৯১

সংগৃহীত ছবি

খরুচে মোস্তাফিজ, দিল্লির ১৯১

অনলাইন ডেস্ক

দিল্লির বিপক্ষে চেন্নাইকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন মোস্তাফিজই। তবে ৪ ওভারের কোটা শেষে খরুচেই থাকলেন বাংলাদেশি এই পেসার। ১ উইকেট পেতে তিনি খরচ করেছেন ৪৭ রান।

আজ রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের সব বোলারই কমবেশ মার খেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের সামনে।

ফলে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে প্রথম ৪ ওভার রয়েশয়ে খেললেও পাওয়ারপ্লের শেষ দুই ওভারে ৩৮ রান তুলে ফেলেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। এরমধ্যে মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারেই খরচ করেন ২০ রান।

এরপর ওয়ার্নার ফিফটি তুলে নিতেই কাটা পড়েন মোস্তাফিজে।

৫২ রানে ফেরেন ওয়ার্নার। পরের ওভারে বিদায় নেন ২৭ বলে ৪৩ রান করা শ'ও। এরপর দিল্লির ইনিংস একাই টানেন অধিনায়ক ঋষভ পন্ত। খেলেন ৫১ রানের দারুণ এক ইনিংস। মাতিশা পাতিরানার তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে, একই ওভারে মিচেল মার্শ (১৮) ও ত্রিস্তান স্টাবকে (০) দুর্দান্ত দুই ইয়র্কারে বোল্ড করেন পাতিরানা। চেন্নাইয়ের হয়ে অপর উইকেটটি রবীন্দ্র জাদেজার।

news24bd.tv/SHS