ছাত্রদলের সংহতিকে প্রত্যাখ্যান বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের

ফাইল ছবি

ছাত্রদলের সংহতিকে প্রত্যাখ্যান বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

বুয়েটে ছাত্ররাজনীতি প্রসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সংহতিকে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরেন তারা।  

সংবাদ সম্মেলনে তারা জানান, শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংহতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বুয়েটে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, ছাত্ররাজনীতির বিরুদ্ধে বলে জানান তারা।

তাদের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানা রকম মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বুয়েটে হিজবুত তাহরিরের মতো নিসিদ্ধ কোনো সংগঠনের অস্তিত্ব নেই বলে জানান তারা। এমন কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া গেলে প্রশাসনকে অবিহিত করার কথা জানান তারা। আবরারের প্রানের বিনিময়ে পাওয়া ক্যাম্পাসে আর রাজনীতি প্রবেশ করতে দেয়া হবে না বলে প্রতিজ্ঞা করেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিল ছাত্রদল। দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সংহতি প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

news24bd.tv/DHL