ব্রাজিলের আগ্রহ মাংস, বাংলাদেশ চায় আস্ত গরু

সংগৃহীত ছবি

ব্রাজিলের আগ্রহ মাংস, বাংলাদেশ চায় আস্ত গরু

অনলাইন ডেস্ক

প্রক্রিয়াজাত করা গরুর মাংস পাঠানোর আগ্রহ দেখিয়েছিল ব্রাজিল। তবে বাংলাদেশ চায় আস্ত গরু। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এ সিদ্ধান্ত। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানিয়েছেন।

রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে দেশটির থেকে পশু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে এসব পশু আমদানি করা হবে ব্রাজিল থেকে।

কোরবানির জন্য ব্রাজিল থেকে পশু আনতে চায় সরকার।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।

news24bd.tv/DHL