মস্কো উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'শেম'

মস্কো উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'শেম'

অনলাইন ডেস্ক

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'শেম' সিনেমা। মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় সিনেমাটি 'গোল্ডেন সেন্ট জর্জ' পুরস্কার পেয়েছে। এটি পরিচালনা করেন মেক্সিকান পরিচালক মিগুয়েল সালগাদো।

উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জুয়ান রেমোন লোপেজ।

আর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে মারিকি বেকরিচ।

এছাড়া সেরা পরিচালকের পুরস্কার জিতেছে ইরানের সিনেমা 'ব্রেথ অব কোল্ড। এটি পরিচালনা করছেন নাহিদ আজিজি।

রাশিয়ান প্রিমিয়ার শাখায় সেরা সিনেমা হয়েছে 'লি'।

দুই কিশোর পেদ্রো এবং লুসিওকে কেন্দ্র করে 'শেম' সিনেমাটির গল্প। যারা অপহরণের পর বেঁচে থাকার জন্য একে অপরের সঙ্গে লড়াইয়ে নামে। জিতে যায় পেদ্রো। পরবর্তীতে সে পালিয়ে যাতে সক্ষম হয়। কিন্তু লুসিওকে রেখে পালিয়ে যাওয়ায় অপরাধবোধে ভোগে পেদ্রো।  

সিনেমা 'শেম' প্রসঙ্গে পরিচালক বলেন, '' অপরাধ জগতে যুবকদের সম্পৃক্ততা নিয়ে তৈরি এই সিনেমা। এই সিনেমায় আমরা একটি অত্যন্ত গুরুতর সমস্যা তুলে ধরেছি। যেটির বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি এবং এখনও মেক্সিকোতে লড়াই করছি"।

'শেম' সিনেমায় অভিনয় করেছেন মিরিয়াম ব্রাভো, ফার্নান্দো কুটল, জুয়ান রেমন লোপেজ, ফ্রান্সিসকো মেনা এবং মারিয়া মেমব্রেনোসহ অনেকে।

এদিকে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সিনেমা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।  

গত ১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন পরিচালক আসিফ ইসলাম।

সূত্র: তাস

news24bd.tv/TR