‌‘যুদ্ধে বিজয়ী হতে সব করবে ভারত’

কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর

‌‘যুদ্ধে বিজয়ী হতে সব করবে ভারত’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সঙ্গে তিনি পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন।

বলেছেন, আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা চূড়ান্ত এ যুদ্ধে বিজয়ী হতে পারি কারণ পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে তার প্রতিবেশীদের সঙ্গে ‘ঐতিহ্যগত’ আচরণ বন্ধ করতে ইচ্ছুক নয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফর একটি বহরের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দুদেশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে তখন অরুণ জেটলি চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।

পাকিস্তানভিত্তিক জইশে মুহাম্মাদ নামে একটি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।  

অরুণ জেটলি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়িত্ব স্বীকার করলেও পাকিস্তান তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর