তুরস্কে জয় পেলেন এরদোয়ান, আঙ্কারা-ইজমিরে হার

রিসেপ তাইয়েব এরদোয়ান।

তুরস্কে জয় পেলেন এরদোয়ান, আঙ্কারা-ইজমিরে হার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে এরদোয়ানের একে পার্টি বড় জয় পেয়েছে। তবে আঙ্কারা ও ইজমিরে হেরেছে তারা।

এর মধ্যে আঙ্কারায় সামান্য ব্যবধানে এবং ইজমিরে বড় ব্যবধানে বিরোধী জোটের কাছে হেরেছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

অন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে মেয়র পদে জয়ী হয়েছেন একে পার্টির সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

অন্যদিকে রাজধানী আঙ্কারায় বিরোধী জোটের সিএচপির প্রার্থী মানসুর ইয়াবাস বিজয়ী হয়েছেন। প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ভোট দেন এ নির্বাচনে। সংসদের পাঁচ দলের বাইরেও আরও সাতটি দল লড়েছে এবারের নির্বাচনে। নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করেছে।

লড়াইটা সিটি মেয়র, পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, গ্রাম মেম্বার ইত্যাদি ইত্যাদি পদের প্রার্থী নির্বাচনের জন্য হলেও রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের আদলে প্রচার চালিয়েছে এবার।

জানা যাচ্ছে, দেশব্যাপী নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন পিপলস এলায়েন্স ৫১.৬৭ শতাংশ এবং বিরোধী জোট পেয়েছে ৩৭.৫৩ শতাংশ ভোট। ফলে ১৯৯৪ সালে তুরস্কের স্থানীয় নির্বাচনে ইসলামপন্থীদের যে বিজয়ের যাত্রা শুরু হয়েছিল তা ধরে রাখতে সক্ষম হয়েছে।

তবে এ নির্বাচনে আঙ্কারা সিটি কর্পোরেশনে মেয়র পদে ৩ শতাংশ ভোটে হেরেছে এরদোগানের একে পার্টি সরকার। গুরুত্বের দিক দিয়ে রাজধানী আঙ্কারার অবস্থান ইস্তানবুল সিটির পরেই। অতীতে ইজমির ব্যতীত ইস্তানবুল, আঙ্কারা, কোনিয়া, বুরসা, কায়সেরি, আনতালিয়া, গাজি আনতেপের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে নাজমুদ্দিন আরবাকানের রেফাহ পার্টির সফলতার ধারাবাহিকতায় একে পার্টিও তা অক্ষুণ্ণ রেখেছিল।

ইস্তানবুল, আঙ্কারা, ইজমিরের মতো বড় সিটি কর্পোরেশনগুলোতে ক্ষমতাসীন একে পার্টি হেভিওয়েট প্রার্থী দিয়েছিল। কিন্ত ইজমিরেও হেরেছে ক্ষমতাসীনরা।

এখনো ক্ষমতাসীনদের প্রার্থী পেয়েছেন ৩৮.৬২ আর বিরোধী জোটের প্রার্থী পেয়েছেন ৫৮.০২ শতাংশ ভোট।

সূত্র: হুররিয়াত ডেইলি নিউজ ও আনাদোলু নিউজ এজেন্সি

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর