বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক। মামলায় গুম-খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার। মামলার অন্য তিন আসামি হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)। মামলা উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম, খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান জানান,...
হত্যা ও ধর্ষণের হুমকি, সিলেটে ৪ নেতার বিরুদ্ধে মামলা একই কমিটির নেত্রীর
সিলেট প্রতিনিধি

সীমান্তে টহল অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি

টহলরত অবস্থায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন বিজিবির আরও ৫ জন। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ। আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। অন্যদিকে আহত হয়েছেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম মিয়া (২৮), সিপাহি শাহীনুর রহমান শাহীন (২৮) ও সিপাহি মামুন...
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক

শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে উড়াল সেতুর নির্মাণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৫ মে) শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ছাড়াও এলাকায় মাইকিং করে বিষয়টি গ্রাহকদের জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। জালালাবাদ গ্যাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উড়াল সেতুর নির্মাণ কাজের জন্য ৩ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইন নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে। এ জন্য দুপুর ২টা-রাত ৮ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটির কারণে এ সময়সীমা কমবেশি হতে পারে। news24bd.tv/RU
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পালানোয় ৪ পুলিশ সদস্য ক্লোজড
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রেজা, এএসআই মাহাবুবসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার (১৪ মে) দিবাগত রাতে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর