ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্তও ওই প্রেমিকা কলেজছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। এর আগে গত রোববার সকাল থেকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে প্রেমিক রাজু আহম্মেদের (২০) বাড়িতে অনশন শুরু করে ওই প্রেমিকা। আর প্রেমিকা আসার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক রাজু। জানা যায়, এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিকা ওই ছাত্রীর সাথে বিভিন্ন জায়গায় দেখা করেন রাজু। একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা বলে দাবি করছে। কিন্তু রাজু আহম্মেদ ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় অনশন শুরু করেছে ওই প্রেমিকা। মেয়েটি বলে, আমার সাথে রাজুর অনেক...
প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন, বিয়ের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি

সহকর্মীর ঘুম ভাঙছে না, খোঁজ নিতে গিয়ে যা দেখলেন বিজিবি সদস্যরা
নিজস্ব প্রতিবেদক

হয়তো ঘুম ভাঙে নি-- এই ভেবে ডাকতে যায় সহকর্মীকে, কিন্তু সাড়া না দেয়ায় দরজা ভেঙে ঢুকতেই চোখে পড়ল ঝুলন্ত মরদেহ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামে। বুধবার (১৪ মে) সকালের দিকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি-১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা গেছে, শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় থাকতেন সালেহ। প্রতিদিনের মতো বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে নিজ...
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনগ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০), এবং মিলনের দাদা ও সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)। সম্পর্কে তারা চাচা, ভাতিজা ও দাদা। কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান, মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে একটি পার্শ্ব বিদ্যুৎ সংযোগ লাইন ছিল। বৃহস্পতিবার দুপুরে মোশারফ সেই লাইনে ধান মাড়াইয়ের মেশিন সংযুক্ত করে ইরি ধান মাড়াই করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে তারে আগুন ধরে যায় এবং লাইনটি পুড়ে যায়। লাইনের সমস্যা সমাধানে মোশারফ ঘরের টিনের চালে ওঠেন এবং...
রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার গণমাধ্যমকে বলেন, বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর