ইসরাইলের রকেট হামলা, সিরীয় সেনা নিহত

ছবি সংগৃহীত

ইসরাইলের রকেট হামলা, সিরীয় সেনা নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার ইসরাইলের রকেট হামলায় এক সিরীয় সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছেন।

হামলার পর এক বিবৃতিতে সিরিয়ায় সেনা অবস্থানের ওপর হামলার কথা স্বীকার করে ইসরাইল বলেছে, তারা কেবল ইরানের সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাদের একটি যুদ্ধবিমানে হামলার পর ওই রকেট হামলা চালানো হয় বলে দাবি ইসরাইলের। খবর ডেইলি সাবাহর।

অন্যদিকে সিরিয়া দাবি করছে, গত দশ দিন ধরে বিনাউসকানিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল ইকবারিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে অধিকৃত গোলান মালভূমির কাছে খান আরনাবেহ শহরে সেনাঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ওই রকেট হামলা চালায়।

এ নিয়ে ইসরাইল চলতি মাসে দুবার সিরিয়ায় হামলা চালিয়ে সফল হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর