শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে উড়াল সেতুর নির্মাণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৫ মে) শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ছাড়াও এলাকায় মাইকিং করে বিষয়টি গ্রাহকদের জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। জালালাবাদ গ্যাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উড়াল সেতুর নির্মাণ কাজের জন্য ৩ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইন নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে। এ জন্য দুপুর ২টা-রাত ৮ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটির কারণে এ সময়সীমা কমবেশি হতে পারে। news24bd.tv/RU
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পালানোয় ৪ পুলিশ সদস্য ক্লোজড
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রেজা, এএসআই মাহাবুবসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার (১৪ মে) দিবাগত রাতে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।...
‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি ছেড়ে যাব না’
অনলাইন ডেস্ক

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন। এ অনশনের ঘটনাটি উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ঘটেছে। জানা গেছে, বিল্লাল মিয়ার ছেলে নাঈমকে (১৬) ভালোবাসে একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের এক মেয়ে (১৪)। ওই প্রেমিকা গত বুধবার সকাল ১০টার দিকে নাঈমের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়ে অনশন করেছেন। এ বিষয়ে প্রেমিকা বলেন, এক বছর আগে তার বোনের বাড়িতে (মিয়াপাড়ায়) নাঈমের সঙ্গে পরিচয় হয়। পরিচয় সূত্রে মোবাইল নাম্বারের আদান-প্রদান হয়। এক সময় প্রেমের গভীর সম্পর্ক গড়ে উঠে। নাঈম তাকে বাড়িতে আসতে বলেন। তার কথামত আমি নিজ বাড়ি ছেড়ে নাঈমের বাড়িতে আসি। আমি আসার পর নাঈমকে বাড়িতে না পেয়ে নাঈমের বাড়িতে অবস্থান করছি। নাঈমের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাব না। এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার তার ছেলের...
গহনা দেখতে এসে ১০০ ভরি স্বর্ণ চুরি
অনলাইন ডেস্ক

রংপুর নগরীর বেতপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে লক্ষ্মী জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় দোকান মালিক প্রায় দেড় কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন। জানা গেছে, একদল নারী প্রতারক দুটি দলে বিভক্ত হয়ে দুপুরে দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার ছল করে কর্মচারীদের নানা কৌশলে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশের কথা বলে একজন কর্মচারীকে বাইরে পাঠায়। এই সুযোগে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে নিয়ে যায় তারা। দোকান মালিক অনিন্দ বসাক জানান, ঘটনার সময় দোকানে তিনজন কর্মচারী থাকলেও তারা কিছু বুঝতে পারেননি। বিকেল ৩টার দিকে আমি বিষয়টি টের পাই এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই যে প্রতারকচক্র স্বর্ণ নিয়ে পালিয়েছে। তিনি আরও বলেন, চুরি হওয়া স্বর্ণের ওজন এক শর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর