ডলারের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক

টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করেছে। আবার রপ্তানিকারক ও প্রবাসীদের সুবিধা দিতে সামনে ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বাড়ানোর দাবি উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকও এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের সংকট না থাকলেও খোলাবাজারে ডলারের সরবরাহ কমে গেছে।

আবার চাহিদাও অনেক।

এ কারণে গত বুধবার খোলাবাজারে প্রতি ডলার ৮৭ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগেও খোলাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৮৫ টাকা ৫০ পয়সা। এক মাসের ব্যবধানে তা বেড়েছে প্রায় দেড় টাকা।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, বেসরকারি অনেক বড় আমদানির দায় পরিশোধ হচ্ছে। এ কারণে অনেককে খোলাবাজার থেকে ডলার কিনতে হচ্ছে। তবে খোলাবাজারে সরবরাহ তেমন নেই। এতে দাম বেড়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক