শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির ফাঁসি

শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামে শ্যালক কালু খানকে হত্যার দায়ে ভগ্নিপতি আমিনুর খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালাত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এনামুল হক।

মামলা সূত্রে জানা যায়, আসামি আমিনুর খান ২০১৭ সালের ৯ আগস্ট রাতের শ্যালক কালু খানকে  কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে নিহত কালু খানর স্ত্রী ঠেকাতে আসলেও তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।  

এ ঘটনায় ১০আগস্ট নিহতের বড় ছেলে মো. আশানুর খান বাদী হয়ে লুৎফার খানের ছেলে আমিনুল খানের 
বিরুদ্ধে হত্যা মামলা করেন। চলতি বছরের ১২ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ কুমার দাস আদালতে চার্জশিট দেন। মামলায় ২১ স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)