খাদ্যে ভেজাল দেখলেই জানান ৩৩৩ নম্বরে

খাদ্যে ভেজাল দেখলেই জানান ৩৩৩ নম্বরে

অনলাইন ডেস্ক

খাদ্য গ্রহণ ছাড়া মানুষসহ কোনো প্রাণীই বেঁচে থাকতে পারে না। তবে সে খাবার অবশ্যই হতে হয় বিশুদ্ধ। দূষিত বা ভেজালমিশ্রিত খাদ্য মানুষের জন্য স্বাস্থ্যহানির কারণ হয়ে থাকে। অথচ আজকের বাংলাদেশে সেই বিশুদ্ধ খাবার খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

ভেজাল খাদ্যে বাজার সয়লাভ।

এজন্য খাদ্যে ভেজালকারীদের ধরতে হটলাইন চালু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বিএফএসএ'র চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান জানিয়েছেন, এখন থেকে ভেজাল খাদ্য উৎপাদন, সরবরাহ ও মজুত দেখলেই ৩৩৩ নম্বরে অভিযোগ করতে পারবেন।

যে কেউ এই হটলাইনে ফোন করে ভেজাল খাদ্যের বিষয়ে অভিযোগ করতে পারবেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য যাচাই-বাছাই করে দ্রুত কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

গত ৭ নভেম্বর থেকে এ সেবা চালু হয়েছে। উল্লেখ্য, গত বছর থেকে সরকারি বিভিন্ন তথ্য সেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে হটলাইন ৩৩৩ চালু হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)