আলবেনিয়ার সাহায্যে এগিয়ে আসার জন্য মুসলিম দেশগুলোর প্রতি এরদোগানের আহ্বান

আলবেনিয়ার সাহায্যে এগিয়ে আসার জন্য মুসলিম দেশগুলোর প্রতি এরদোগানের আহ্বান

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম দেশ আলবেনিয়াকে সাহায্যে এগিয়ে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি এ আহ্বান জানান।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা, ইউএসজিএস বলেছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আলবেনিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০। ৬.৪ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর-অ্যাপার্টমেন্টসহ দেশটির বহু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির তিরানা এবং দুরাসের পশ্চিম পোর্ট এলাকা। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পর বহু লোক এখনও নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।

দেশটির সরকারি সূত্র বলছে, বিগত ৩০ বছরের মধ্যে এটিই আলবেনিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আগে ১৯৭৯ সালে আলবেনিয়ায় ৬.৯ তীব্রতার ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ১৩৬ জনের। আরও আহত হয়েছিল প্রায় ১ হাজার মানুষ।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ