জিকে শামীমের ক্যাশিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জিকে শামীমের ক্যাশিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

আলোচিত ঠিকাদার জি কে শামীমের ক্যাশিয়ার হিসেবে খ্যাত গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মুমিতুর সরকারি কর্মকর্তা হলেও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও ঠিকাদারদের কাছে গ্রেপ্তার হওয়া ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন।

আজ বুধবার ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ওই দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের উপপপরিচালক সালাহউদ্দিন আহমেদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের মামলায় মুমিতুর দম্পতির বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রথম তালিকাতেই মুমিতুর রহমানের নাম আছে। তাছাড়া, দুদক যে ৩৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে মুমিতুরও আছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল