আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৮, দুই বছরে নিহত ৪৮
উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৮, দুই বছরে নিহত ৪৮

অনলাইন ডেস্ক

শীতের ছোবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় অগ্নি দগ্ধ হয়েছেন উত্তরাঞ্চলের জেলা রংপুরের আট নারী। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই বছরে শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ৪৮ নারী শিশুর মৃত্যু হয়েছে।

গুরুতর দগ্ধ হয়েছিলেন কম পক্ষে ১০০ জন। এ বছর ৮জন নারী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাউনিয়া উপজেলার মৃত ফজলার রহমানের স্ত্রী মর্জিনা বেগমও আগুনে দগ্ধ হয়ে একই ইউনিটে চিকিৎসা নিচ্ছে। বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে তাদের মতো আটজন এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত আটজন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)